হ্যাকার হানায় ৬দিন ধরে বিকল এইমসের সার্ভার, ২০০ কোটি টাকা মুক্তিপণ দাবি হ্যাকারদের

জানা গিয়েছে, গত ছয়দিন ধরে এইমসের সার্ভার বিকল হয়ে রয়েছে। এমস আশঙ্কা করছে, তিন থেকে চার কোটি রোগীর তথ্য হ্যাক হয়ে গিয়েছে। কারা হ্যাক করেছে, তা খতিয়ে দেখতে একযোগে কাজ শুরু করেছে দিল্লি পুলিশ, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থকর্তারা। দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাদের ইন্টেলিজ্যান্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন তোলাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ রুজু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমসের এক শীর্ষকর্তা জানিয়েছেন, হ্যাকারদের তরফ থেকে ২০০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। কারা হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাক হয়েছে, তা যৌথভাবে খতিয়ে দেখছে দিল্লি পুলিশ, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থকর্তারা। হ্যাকার হানার পর এমস কর্তৃপক্ষ তাদের নেটওয়ার্ক পরিষেবা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। সার্ভার এবং কম্পিউটারে অ্যান্টিভাইরাস বসানো হচ্ছে। ৫০টি সার্ভারের মধ্যে ২৫টি সার্ভার স্ক্যান করা হয়েছে। সার্ভাররুমের কর্মীদের আপাতত ছুটি বাতিল করা হয়েছে। দিন-রাত কাজ চলছে।

error: Content is protected !!