হলদিয়ায় শ্রমিক সরবরাহকারী দুই এজেন্সির বিবাদে স্তব্ধ জাহাজের পণ্য ওঠানো ও নামানোর কাজ

রাজ্যের শিল্পবন্দরনগরী হলদিয়ায় ধাক্কা খেল পণ্য ওঠানো ও নামানোর কাজ। নেপথ্যে বন্দরে শ্রমিক সরবরাহকারী দুই এজেন্সির মধ্যেকার বিবাদ। শনিবার বিকাল থেকেই বন্দরের ১৩ নম্বর বার্থে জাহাজ থেকে পণ্য নামানোর কাজে দুই এজেন্সির শ্রমিকদের মধ্যে বিবাদ লাগে। তার জেরে গতকাল বিকাল থেকেই বন্দরের সব বার্থেই পণ্য ওঠানো ও নামানোর কাজ বন্ধ হয়ে গিয়েছে। রবিবার সকালেও একই ছবি ধরা পড়েছে। পণ্য ওঠানো ও নামানোর কাজ বন্ধ হয়ে যাওয়ায় জাহাজ বন্দর ছেড়ে বার হতেও পারছে না, নতুন করে কোনও জাহাজ বন্দরে ঢুকতেও পারছে না। প্রতিদিন হলদিয়া বন্দরে ৬টি করে জাহাজ পণ্য নামিয়ে বা উঠিয়ে বেড়িয়ে যায়, সমসংখ্যক জাহাজ আসে পণ্য ওঠাতে ও নামাতে। কিন্তু এখন সেই প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের দাবি, দুই এজেন্সির(Labour Egency) বিবাদের নেপথ্যে রাজনীতির বিবাদও কাজ করছে। কেননা দুই এজেন্সির একটি তৃণমূলপন্থী অপরটি বিজেপিপন্থী। এখন কোন এজেন্সির হাতে শ্রমিক সরবরাহের দায়িত্ব থাকবে তা নিয়েই বিবাদ বেঁধেছে।

error: Content is protected !!