দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে হেনস্থার পর টেনে-হিঁচড়ে নিয়ে গেল গাড়ি

দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানির অভিযোগ উঠল। বুধবার রাতে দিল্লির রাস্তায় স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।  দিল্লিতে মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে, তা তিনি প্রত্যক্ষ করলেন বলে জানান মহিলা কমিশনের প্রধান। স্বাতী মালিওয়াল জানান, ” গাড়ির জানলায় আমার হাত আটকে যায়। ওই অবস্থায় কয়েক মিটার আমায় টেনে নিয়ে যায় ঘাতক ‘বালেনো’ গাড়িটি। আমি গাড়ি-চালকে ধরার চেষ্টা করি।” তিনি ট্যুইট করেন, ” গতকাল রাতে আমি দিল্লিতে নারীসুরক্ষার কী ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখতেই বেরিয়েছিলাম। তখনই একটি গাড়ি চালক মদ্যপ অবস্থায় আমায় হেনস্থা করে। যদি দিল্লিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন-ই সুরক্ষিত নন, তাহলে কল্পনা করুন গোটা পরিস্থিতি কী!” তিনি আরও জানান, ” গাড়ি চালক খারাপ মন্তব্য করে। গাড়ির জানলার কাঁচ তুলে দেয়। আমার হাত আটকে যায়। ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে দেয়। আমি রীতিমত ভয় পেয়ে যাই। সেই-স ময় রাস্তায় কোনও পুলিশ টহল দিচ্ছিল না। ”তিনি বলেন, ” গাড়ি চালক খারাপ মন্তব্য করে। গাড়ির জানলার কাঁচ তুলে দেয়। আমার হাত আটকে যায়। ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে দেয়। আমি রীতিমত ভয় পেয়ে যাই।” পুলিশের তরফে জানানো হয়েছে, ” অভিযুক্ত গাড়ি চালক মহিলা কমিশনের প্রধানকে গাড়িতে বসতে বলে। তিনি রাজি না হলে গাড়িটি এগিয়ে যায়, কিন্তু সার্ভিস লেন দিয়ে ইউ-টার্ন নিয়ে ফিরে আসে। ফের স্বাতী মালিওয়ালকে গাড়িতে বসতে বলে। তিনি রাজি হন না। গাড়ির চালকের দিকে এগিয়ে যান, তখনই চালক গাড়ির কাঁচ তুলে দেয়। স্বাতী মালিওয়ালের হাত জানলায় আটকে যায়। ওই অবস্থায় অভিযোগকারিকে ১০-৫০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি।” মহিলা কমিশনের প্রধান যখন নিরাপদ নয়, তখন দিল্লির পরিস্থিতি কেমন, তা কল্পনা করুন বলে ক্ষোভ প্রকাশ করেন স্বাতী মালিওয়াল।

error: Content is protected !!