পিকনিক গার্ডেন ফ্ল্যাটে মিলল বার ডান্সারের ঝুলন্ত দেহ
ফের বার ড্যান্সারের রহস্যমৃত্যু। প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটেই পাওয়া গেল ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিস। এবার পিকনিক গার্ডেন। সূত্রে খবর, মৃত তরুণীর নাম মিনা কোয়েট। বাড়ি, বেঙ্গালুরুতে। তবে কর্মসূত্রে থাকতেন কলকাতায়। একটি পানশালায় বার ড্যান্সার ছিলেন মিনা। বেশ কয়েকদিন ধরে পিকনিক গার্ডেন রোডে একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন তিনি। সঙ্গে প্রেমিকও। আজ, বুধবার সকালে ফ্ল্যাটে মিনাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তাঁর প্রেমিকই। এরপর বেঙ্গালুরুতে ওই যুবতীর এক আত্মীয় ও আশেপাশে লোকেদের খবর দেন তিনি। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবতীর গলায় আঘাতের চিহ্ন ছিল। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে ফ্ল্য়াট থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছেন, রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এর আগে, রাজারহাটে এক বহুতল থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পেশায়ও তিনি ছিলেন বার ডান্সার। রাজারহাটের নারায়ণপুরে ওই বহুতলেই এক যুবকের সঙ্গে লিভ-ইন করতেন ওই যুবতী। আটক করা হয়েছিল মৃতের লিভ-ইন-পার্টনারকে।