ইডেন গার্ডেনের ভিতর উদ্ধার সিএবি কর্মীর ছেলের ঝুলন্ত দেহ

কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম, ধনঞ্জয় বারিক (২১)। তিনি ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। মৃত যুবক সিএবির এক কর্মীর ছেলে বলে জানা গিয়েছে। তিনি স্টেডিয়ামেই মালির কাজ করেন। মৃতের কাকুও ইডেনের গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত। আজ, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ স্টেডিয়ামের কে ব্লকের উপরের অংশে দেহটি আবিষ্কার হয়। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক আত্মঘাতী হয়ে থাকতে পারেন। যদিও আত্মহত্যার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে পরিবার সূত্রে খবর, বেকারত্বের কারণে মানসিক অবসাদে ভুগছিল ধনঞ্জয়। সিএবিরই গ্রাউন্ড স্টাফের কাজ চাইছিল সে। কিন্তু কোনও কারণ বসত তা সম্ভব হচ্ছিল না। গতকাল সে আচমকাই নিখোঁজ হয়ে যায়। ময়দান থানায় ধনঞ্জয়ের বাবা একটি নিখোঁজ ডাইরিও দায়ের করেছিলেন।

error: Content is protected !!