গরফার আবাসনে উদ্ধার ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ
গরফার পূর্বাচল মেন রোড সংলগ্ন একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃতের নাম প্রসুন বন্দ্যোপাধ্যায়(৪৭)। আজ, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনাই মনে করছে পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতের লেখা একটি সুইসাইড নোটও। পুলিস সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই স্ত্রী-র সঙ্গে ঝামেলা চলছিল তাঁর। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিসের।