
কাশীপুরে উদ্ধার ট্র্যাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ
উদ্ধার হল ট্র্যাফিক সার্জেন্ট সৌরভ দত্তের (৩৯) ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাশীপুরের বিটি লাইনে। এদিন নিজের কোয়ার্টারের ঘর থেকে ওই সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে। সূত্রের খবর, কাজের চাপের কারণে স্ত্রী-সন্তানকে সময় দিতে পারছিলেন না ওই পুলিশ কর্মী। সে কারণেই বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই ট্র্যাফিক সার্জেন্টের। কিছুদিন আগে সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান বলেও খবর। তারপর থেকেই ওই পুলিশ কর্মী মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই তিনি এই কাণ্ড করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সার্জেন্টের লাস্ট পোস্ট, একটু বিশ্রাম নেব। সবাই ভাল থেকো।’ এরপরে আর কোনও পোস্ট নেই ফেসবুকে।