হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২, আয়োজকদের বিরুদ্ধে FIR, নাম নেই ভোলে বাবার

উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২২ জন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত ২৮ জন প্রাণ হারান ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, এফআইআর-এ সংগঠনের প্রধান সেবাদার দেবপ্রকাশ মধুকর-সহ বাকি আয়োজকদের নাম উল্লেখ করা হয়েছে ৷ এফআইআর অনুযায়ী, আয়োজকরা প্রায় ৮০ হাজার ভক্তের জমায়েতের জন্য অনুমতি চেয়েছিলেন ৷ সেই মতো সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয় স্থানীয় প্রশাসনের তরফে ৷ অথচ অনুষ্ঠান শুরুর পর দেখা যায় সেখানে উপস্থিত হয়েছেন প্রায় আড়াই লক্ষ ভক্ত ৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ অন্যদিকে, মৃতদের মধ্যে ১৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ সেইসঙ্গে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷

error: Content is protected !!