মেডিক্যালেও মেধা তালিকা খারিজ করল হাইকোর্ট

মেডিক্যালেও মেধা তালিকা খারিজ করল কলকাতা হাইকোর্ট । এখানে অবশ্য দুর্নীতির কারণে তালিকা খারিজ হয়নি। দুঃস্থ শ্রেণির জন্য ১০ শতাংশ কোটার নির্দেশ কার্যকর না করায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় এই বছরের এমবিবিএসের প্রকাশিত মেধা তালিকা খারিজ করে দিয়েছেন। এর ফলে রাজ্যে সরকারি কোটায় চিকিৎসক নিয়োগে জটিলতা তৈরি হল। আদালতের নির্দেশ, এই তালিকা বাতিল করে স্বাস্থ্য দফতরকে আগামী সাতদিনের মধ্যে বিধি মেনে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। 

error: Content is protected !!