
আপাতত মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানাল কলকাতা হাইকোর্ট
মুর্শিদাবাদে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরানো যাবে না বাহিনী। পরবর্তী শুনানি ৩১ জুলাই। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। জেলায় জেলায় পুলিশের সংখ্যা কম। যদি তা পর্যাপ্ত থাকত, তাহলে মুর্শিদাবাদে সম্প্রতি সাম্প্রদায়িক অশান্তি হতো না, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। এই মন্তব্য করেন বিচারপতি। কেন্দ্রের তরফে এদিন রিপোর্ট দিয়ে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত এনআইএ। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।