২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে সন্ধ্যায় রায় দেবে কলকাতা হাইকোর্ট

গত ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আজ সন্ধ্যায় রায় দান করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। করোনা আবহে লক্ষ লক্ষ মানুষের প্রকাশ্য জমায়েত করে ২১ জুলাইয়ের সমাবেশ হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাই ভার্চুয়াল মাধ্যমে করা হোক। এই আবেদন নিয়ে জনস্বার্থ মামলা করেন চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। এদিন সেই মামলার শুনানিতে তাঁর আইনজীবী বলেন, ক্রমশ করোনা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ৮-১০ লাখ মানুষের সভা করা হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। ভার্চুয়াল মাধ্যমে সভা করা হোক। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, কোনও বদ্ধ জায়গায় নয়, খোলা জায়গায় সভা হচ্ছে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। উভয় পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করছি। এ বিষয়ে আরও কয়েকটি মামলা দায়ের হতে পারে। মামলাগুলি দায়ের হচ্ছে কি না, তা দেখে সন্ধ্যায় নির্দেশ দেওয়া হবে।

error: Content is protected !!