লন্ডনের হিথরো বিমানবন্দরের ইলেকট্রিকাল সাব-স্টেশনে আগুন

বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাব-স্টেশনে আগুন লেগে যায়। তার জেরে বিদ্যুৎ বিভ্রাট হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্ট। লন্ডনের ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধের ঘোষণায় হইচই পড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সেই সময়ে হিথরো বিমানবন্দরে থাকা যাত্রীরা। এয়ারপোর্টে মাইক্রোফোনে ঘোষণা করা হয়, ‘বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় পড়েছে হিথরো এয়ারপোর্ট। যাত্রী এবং বিমানবন্দরে কর্মরতদের সুরক্ষার্থে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ বিমানবন্দরে আসবেন না। উড়ানের পরবর্তী সময় জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ তবে হিথরো এয়ারপোর্টের এক মুখপাত্র অবশ্য বিমানবন্দর ফের সচল হওয়ার সঠিক সময় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী রাতারাতি বিপদে পড়লেন। তীব্র আসন্তোষ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য বিমান ধরতে এসেছে অনেকেই অসহায় হয়ে ফিরে যাচ্ছেন।

https://twitter.com/i/status/1902927285055000799

error: Content is protected !!