আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটু বেলা গড়াতে না গড়াতেই কাঠফাটা রোদ। আজ সোমবারও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। অপরদিকে দক্ষিণবঙ্গের তিন জেলায় আজ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে  বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন। হাওয়া অফিস সূত্রে খবর, গত বছরের মতো এবারেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কারণ বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় তার নির্দিষ্ট অবস্থানে নেই। সেইসঙ্গে জলীয় বাষ্পের যোগান কম। আর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তার জেরেই এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী ২০ তারিখ কলকাতা-সহ সমস্ত জেলায় বজ্রপাত-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ২১ ও ২২ তারিখে বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিনের পর থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। তবে, সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটিভাবে কোনওরকম পরিবর্তন হবে না।

error: Content is protected !!