বিদেশ পেরুতে প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস, মৃত ৩৬ by সংবাদ AME বাংলা 24X 7 পেরুতে প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক এলাকায়। যার ফলে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সবথেকে খারাপ অবস্থা দক্ষিণ পেরুর একাধিক গ্রামে। চলছে উদ্ধারকাজ। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/