প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি গুজরাতে, মৃতের সংখ্যা বেড়ে ২৮

বৃষ্টি কিছুতেই থামছে না গুজরাতের উপকূলবর্তী জেলাগুলিতে। এরফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে রাজ্যে। ইতিমধ্যেই বানভাসি দেবভূমি দ্বারকা, জামনগর, ভদোদরা, পোরবন্দর সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে কপালে ভাঁজ ফেলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।  আরব সাগরে নিম্নচাপের ফলে গুজরাতে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে।  গত তিনদিনে বন্যায় রাজ্যে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।  বন্যার কবলে পড়েছে রাজ্যের ১১ জেলা। প্রবল বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই চলছে ত্রাণ ও উদ্ধার কাজ।  এরমধ্যেই উপকূলরক্ষী বাহিনীর উদ্ধার অভিযান নজর কেড়েছে নেটিজেনদের।  পোরবন্দরের কান্তোল এলাকায় আটকে পড়ে ১০ জন।  তারা  বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে বুধবার সেখানে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। আশপাশে হেলিকপ্টার নামার কোনও জায়গা নেই। এই অবস্থায় স্টিলের হাঙ্গার নামিয়ে হেলিকপ্টারে তাঁদের তুলে নেওয়া হয়। এভাবেই কান্তোলের নিচু এলাকা থেকেও ৩৩ জনকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। রাজ্যের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।