কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান হিসাবে শপথ নিলেন তথ্য কমিশনার হীরালাল সামারিয়া

কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) প্রধান হিসাবে শপথ নিলেন তথ্য কমিশনার হীরালাল সামারিয়া ৷ সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ৩ অক্টোবর ওই পদে থাকা ওয়াইকে সিনহার মেয়াদ শেষ হওয়ার পর কেন্দ্রীয় তথ্য কমিশনের শীর্ষ পদটি শূন্য হয়ে যায় ।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে হীরালাল সামারিয়াকে শপথবাক্য পাঠ করান বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ প্রধান তথ্য কমিশনার হিসেবে সামরিয়ার নিয়োগের পর আটটি তথ্য কমিশনারের পদ শূন্য থাকল । বর্তমানে কেন্দ্রীয় তথ্য কমিশনে দুইজন তথ্য কমিশনার রয়েছেন ।কেন্দ্রীয় তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার এবং সর্বোচ্চ ১০ জন তথ্য কমিশনার থাকতে পারেন । ৩০ অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে এই পদটি পূরণের জন্য পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিল ৷ তা করা না হলে তথ্যের অধিকার সংক্রান্ত 2005 সালের আইনটি মৃত হিসেবে পরিণত হবে বলে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ কেন্দ্রীয় তথ্য কমিশন এবং রাজ্য তথ্য কমিশনে (এসআইসি) শূন্যপদগুলির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে (ডিওপিটি) সমস্ত রাজ্য থেকে তথ্য সংগ্রহ করতে বলেছিল । রাজ্য তথ্য কমিশনগুলিতে তথ্য কমিশনারদের অনুমোদিত ক্ষমতা, বর্তমানে শূন্যপদ এবং সেখানে বিচারাধীন মামলার মোট সংখ্যা-সহ বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় ৷

error: Content is protected !!