বিজেপি যুব মোর্চার মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিলেও রুট বদল করল হাইকোর্টের

ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া ও ভুতুড়ে ভোটার তালিকার প্রতিবাদে আজ বিকেলে বিজেপি’র যুব মোর্চার মিছিলে অনুমতি দিলেও রুট বদল করল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দফতর ৬ মুরলিধর সেন লেন থেকে মিছিল শুরু করে তা ধর্মতলা ওয়াই চ্যানেলে শেষ করতে হবে ৷ ১ হাজারের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না মিছিলে ৷ ওয়াই চ্যানেল থেকে ১০ জনের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিতে পারবে ৷ ৬৫ ডেসিবেলের বেশি শব্দ হয়, এরকম স্পিকার ব্যাবহার করা যাবে না। এছাড়াও বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে মিছিল শেষ করতে হবে। এর আগে কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে বিজেপি’র তরফে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। ৬ মুরলিধর সেন লেন থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেন্ট্রাল এভিনিউ, স্টক এক্সচেঞ্জ অফিস হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ২০০ মিটার আগে র‍্যালি শেষ করার আর্জি জানানো হয়েছিল ৷ কিন্তু আইএসসি, জয়েন্ট এন্ট্রান্স-সহ একাধিক পরীক্ষা রয়েছে । রাস্তায় যানজট যাতে না-হয় তাই মিছিলের রুট পরিবর্তন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এদিন বিজেপি’র তরফে আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায় জানান, ২০০০ জনের মিছিল। বিরোধী দলনেতা ও সমস্ত বিজেপি বিধায়ক থাকবেন। বিরোধী দলনেতা সহ ১০ জন স্মারকলিপি দিতে যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। এর পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “এখন তো সিইও নেই । কার কাছে যাবেন ? কিছুদিন অপেক্ষা করুন।” কিন্তু, বিজেপির তরফে জানানো হয় অ্যাডিশনাল সিইও’র কাছে স্মারকলিপি দেবে তারা। দুপুর ২টোয় ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় কর্মসূচির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, বিকেল ৪টে থেকে কর্মসূচি হবে।

error: Content is protected !!