এবার দমকলে নিয়োগের প্যানেল বাতিল, ২ মাসের মধ্যে নতুন তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আগের প্যানেল অনুযায়ী আপাতত দমকলের ফায়ার অপারেটর নিয়োগ নয়। হাইকোর্টের নির্দেশ মেনে পিএসসিকে পুনর্বিবেচনা করতে হবে বলে মন্তব্য বিচারপতির। দুই মাসের মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের। ২০১৮ সালের জুনে ১৫০০ ফায়ার অপারেটর নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়।অভিযোগ, সার্টিফিকেট নেই ব্যক্তিও খেলার কোটায় চাকরি পেয়েছে। সংরক্ষিত কোটাতেও দুর্নীতি রয়েছে। এমনকী এই কোটায় সাধারণ উপজাতিও চাকরি পেয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগের প্যানেল থেকে কোনও নিয়োগ করা যাবে না। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নতুন প্যানেল প্রকাশ করতে হবে।

error: Content is protected !!