নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট

একই দিনে জোড়া ঘটনা যা বাংলার গেরুয়া শিবিরের উদ্বেগ যেমন বাড়াল, তেমনি শাসক ধিবিরকে এনে দিল স্বস্তি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে পারবে পুলিশ এবং তার জন্য আদালতের কোনও অনুমতি নিতে হবে না। এদিন আবার হাইকোর্ট রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ দিল। স্বাভাবিক ভাবেই এই জোড়া ঘটনায় খুশ বাংলার শাসক শিবির, বিশেষ করে একুশে জুলাইয়ের প্রাক সন্ধ্যায়।   রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অন্তর্বর্তী নির্দেশ, আপাতত চার দিন রক্ষাকবচ থাকবে অভিষেকের। যদিও বিচারপতি মৌখিক ভাবে জানান, শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে সুপ্রিম কোর্ট থেকে এই মামলার জন্য কোনও রক্ষাকবচ পাননি অভিষেক। শীর্ষ আদালত জানায়, তদন্তে কোনও হস্তক্ষেপ করা হবে না। দেশের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED বাংলার নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত চালিয়ে যেতে পারবে। যদিও সুপ্রিম কোর্ট জানায়, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করতে চেয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হতে পারেন অভিষেক। সেই মতো হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার যদিও ওই মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। সেখানেই অভিষেককে চার দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে।

error: Content is protected !!