
শুভেন্দুর মামলায় সাড়া, রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের
রামনবমীর দিন হাওড়া শহরের পাশাপাশি উত্তরবঙ্গের ডালখোলাতেও অশান্তির ঘটনা ঘটেছিল। একইসঙ্গে রামনবমীর পরে হুগলি জেলার রিষড়াতেও অশান্তির ঘটনা ঘটেছিল। এই সব ঘটনার যথাযথ তদন্ত চেয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই ও এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানি আগেই শেষ হয়েছিল। কিন্তু তার রায়দান স্থগিত রাখা হয়েছিল। সেই মামলাতেই বৃহস্পতিবার সকালে রায় দান করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে রামনবমীর অশান্তির ঘটনায় আপাতত এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রায়ে বলা হয়েছে এই ৩টি জায়গায় অশান্তির ঘটনায় যাবতীয় তদন্তের নথি আগামী ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র হাতে তুলে দিতে হবে। রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-সহ রাজ্যের কয়েকটি এলাকায় হিংসার ঘটনায় রাজ্য পুলিশ যথাযথ তদন্ত করতে পারবে না। তাই কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বার করতেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হোক। এমনই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল হয় CBI নাহয় এনআইএ-কে এই তদন্তের দায়িত্ব দেওয়া হোক। শুভেন্দুর মামলা আদালতে জনস্বার্থ মামলা হিসাবেই দায়ের করা হয়। গত ১০ এপ্রিল শুনানির দিন হাইকোর্টে এনআইএ জানিয়েছিল, তারা ওই অশান্তির ঘটনাগুলির তদন্ত করতে প্রস্তুত। শুনানির সময়েই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল, কারা এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই এক্ষেত্রে তদন্তের প্রয়োজন রয়েছে। হাইকোর্টের এ-ও পর্যবেক্ষণ ছিল যে, পুলিশের রিপোর্টে স্পষ্ট যে, অশান্তি হয়েছে।