২০১৯ সালে আইনজীবীদের উপর লাঠিচার্জের ঘটনায় ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ হাইকোর্টের

আইনজীবীদের হেনস্তার ঘটনাকে আদালত অবমাননা হিসেবেই দেখছে কলকাতা হাইকোর্ট ৷ ২০১৯ সালে হাওড়া আদালতে আইনজীবীদের ওপর লাঠি চার্জের ঘটনায় ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল হাইকোর্ট৷ বছর ছয়েক আগেই ওই ঘটনায় পুলিশ আধিকারিক বিশাল গর্গ, ভাবনা গুপ্তা, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সারওয়ার, অভিজিৎ ব্যানার্জি, বিপিন তামাং ও রাজর্ষি দত্তর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী 25 জুন অবমাননাকারী পুলিশ আধিকারিকদের আত্মপক্ষ সমর্থনে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছে, এই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এদের আদালতে জবাবদিহি করে জানাতে হবে, কেন আইনজীবীদের উপর লাঠিচার্জ বা টিয়ারগ্যাস ছোঁড়া হয়েছিল। ২০১৯ সালের ২৪ এপ্রিল হাওড়া পুরসভায় এক আইনজীবীর গাড়ি রাখাকে কেন্দ্র করে হাওড়া পুরসভার কর্মী ও আইনজীবীদের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। যদিও সেটা মিটে যাচ্ছিল। কিন্তু, একজন রাজনীতিবিদ মধ্যস্থতা করে হাওড়া আদালতের উকিলদের বলেন, ‘তোমরা হাওড়া পুরসভায় গিয়ে বিষয়টি মিটিয়ে নাও।’ হাওড়া কোর্টের উকিলরা এই পরামর্শ মানেননি। তাদের দাবি, পুরসভার কর্মীরা আদালতে এসে আইনজীবীদের সঙ্গে বিষয়টি মিটিয়ে নেবে। কিন্তু, তা হয়নি। এতেই ওই রাজনীতিবিদ বলেন, ‘তোমরা যা খুশি কর। আমিও দেখছি কী করা যায়।’ তারপরই হাওড়া কোর্টের সিনিয়র আইনজীবীদের মারধর করা হয়। তাদের চেম্বার তছনছ করে দেওয়া হয়। এমনকী মহিলা উকিলকে পুরসভার ভিতরে ঢুকিয়ে অশ্লীল গালিগালাজ করা হয় বলেও অভিযোগ ওঠে। পরে সেই ঝামেলা সংঘর্ষে রূপান্তরিত হয়। ঘটনা সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী আসে। দুপক্ষকে ছত্রভঙ্গ করা হয়। আইনজীবীদের অভিযোগ পুলিশ হাওড়া আদালত চত্বরের ভিতর ঢুকে আইনজীবীদের উপর নৃশংসভাবে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়া হয়। এই ঘটনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। পুলিশের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। কলকাতা হাইকোর্ট বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বতপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করে। হাওড়া জেলা পুলিশের সাতজন আধিকারিকের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ করা হয়।

error: Content is protected !!