প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। ব্যক্তিগত কারণে দেখিয়ে সরে দাঁড়ালেন এই বিচারপতি। হঠাৎ লিস্টিং করে বিচারপতি জানিয়ে দেন তিনি এই মামলা আর শুনবেন না। এ বার এই মামলা যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। মামলাকারীদের দাবি ছিল, আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, সেই তালিকায় তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। শেষ পর্যন্ত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এই মামলায় তাঁর মুখে শোনা গিয়েছিল ‘ঢাকিসমেত বিসর্জন’-এর মতো মন্তব্য। ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ হয়েছিল ৪২ হাজার ৫০০ জনের। এর মধ্যে প্রশিক্ষণহীন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদের দাবি ছিল, কোনও শিক্ষক প্রশিক্ষণহীন নন। প্রত্যেকে প্রশিক্ষিত করা হয়েছে। পথে নেমে আন্দোলন করেছিলেন ওই ৩২ হাজার শিক্ষক। তাঁরা দাবি করেছিলেন, অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল। আইন ভঙ্গ করে তাঁদের নিয়োগ করা হয়নি বলেই দাবি করেছিলেন এই শিক্ষকরা। পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছিলেন, DA আন্দোলনকারীদের জন্যই এই ৩২ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। তাঁদের বা তাঁদের পরিবারকে অবসাদে না ভোগার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আইনি লড়াই করবে রাজ্য এই মন্তব্যও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে।

error: Content is protected !!