২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ২০১৬ সালের শেষ প্যানেলভুক্ত প্রার্থীদের নাম জমা দিতে হবে। পাশাপাশি রিপোর্টে উল্লেখ করতে হবে জেলা, জাতি, শ্রেণি-সহ প্রার্থীদের সমস্ত তথ্য। বোর্ডকে জেলা অনুযায়ী তালিকায় শেষ প্রার্থীর প্রাপ্ত নম্বর জানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে ২০১৬ সালে প্রাথমিকে ৪২ হাজার ৫০০ নিয়োগ হয়েছিল। অভিযোগ ওঠে, কোনও অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই হয়েছিল নিয়োগ। 

error: Content is protected !!