নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নোটিস দিল হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস পাঠাল কলকাতা হাই কোর্ট। এই মামলায় গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কতদিনে শুরু করা যাবে তা জানতে চেয়েই এই নোটিস দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। ৩ এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে মুখ্যসচিবকে। এই সময়ের মধ্যে রিপোর্ট না দিলে হাজির হতে হবে আদালতে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন সরকারি কর্মীরা বর্তমানে জেলে বা এজেন্সির হেফাজতে রয়েছেন। এদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু জন্য অনুমোদন চেয়ে রাজ্যকে বার বার চিঠি দিয়েছে সিবিআই। অভিযোগ, রাজ্যের পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হয় সিবিআই। এরপরই মুখ্যসচিবকে নোটিস দিল কলকাতা হাই কোর্ট। 

error: Content is protected !!