৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশনঃ হাইকোর্ট

আগামী বছর ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন।’ এদিন আদালত আরও জানিয়েছে, ‘নির্বাচন কমিশন তাড়াহুড়ড়ো করে এমন কোনও পদক্ষেপ করবে না যাতে নির্বাচন ত্রুটিপূর্ন হয়।’ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।

error: Content is protected !!