
রাজ্যে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রাজ্যের ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই শিক্ষকরা সকলেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA) এলাকায় কর্মরত। মূলত দার্জিলিং ও কালিম্পং জেলার অধীন স্কুলগুলোতে এদের নিয়োগ করা হয়েছে। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে।’ জিটিএ-তে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার তদন্ত করছিল সিআইডি। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি চলছিল বহুদিন থেকেই। আগে যতগুলি শুনানি হয়েছে, প্রতিবারই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, এই নিয়োগ কীভাবে হয়েছে? কিন্তু রাজ্যের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। যেমনটা ২০১৬ সালের এসএসসির (SSC) ক্ষেত্রে হয়েছে। জিটিএ-র নিয়োগের ক্ষেত্রে সোমবার আদালতে নথি পেশ করে সিআইডি। তাতে গুরুতর অনিয়ম ধরা পড়ে। সবটা দেখার পর বিচারপতি নির্দেশ দেন, ৭২ ঘণ্টার মধ্যে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে। তারমধ্যে ওই ৩১৩ জন শিক্ষকের সব তথ্য জানাতে হবে আদালতে। এদিন বিচারপতি বসু জানান, যাদের নিয়োগ করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখা হয়নি। তাদের প্রশিক্ষণ রয়েছে কি না তারও ঠিক ঠিকানা নেই।’ আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন আদালতের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর কথা বলেছেন বিচারপতি।