যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোন রাজনৈতিক বক্তিত্ব বা বহিরাগতদের নিয়ে মিটিং-মিছিল করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিচ্ছে তা তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দত্তের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে আদালত । পাশাপাশি যাবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা বা ব্যক্তিত্বকে নিয়ে আপাতত কোনও মিটিং-মিছিল করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কলকাতা হাইকোর্টের আইনজীবী সোহম দাস মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে পুলিশ পিকেট বসানোর আবেদন জানিয়েছিলেন । পাশাপাশি যাদবপুরের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নয় এমন কোনও অনুষ্ঠান যাতে না করা হয় সেই আবেদন জানিয়েছিলেন আইনজীবী । আবেদনকারীর তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিন আদালতে জানান, একজন আইনজীবী হিসাবে তিনি আবেদন জানিয়েছেন যাদবপুরে পর্যাপ্ত সিসিটিভি লাগানো হোক । ভিতরে পুলিশ পিকেট বসানো হোক । মন্ত্রী সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছেন । অত্যন্ত খারাপ অবস্থা যাদবপুরে । বিশ্ববিদ্যালয় যাতে নিরাপদ থাকে তা সুনিশ্চিত করুক আদালত । প্রধান বিচারপতি জানতে চান, “কারা সমস্যা করছে বলে আপনার মনে হয় ?” আইনজীবী ঋজু ঘোষাল বিশ্ববিদ্যালয়ের তরফে জানান, উপাচার্য ও রেজিস্ট্রার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর গেট এখন থেকে বন্ধ রাখা হবে । অন্যান্য গেট খোলা থাকবে । নিরাপত্তারক্ষীরাও থাকবেন । প্রধান বিচারপতি বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকে বলেন, “যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে তারপরও সেখানে তারা থাকছে কিনা সেটা দেখতে হবে ।” রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যাদবপুরে সমস্যা দীর্ঘদিনের । এর আগেও বহুবার সমস্যা হয়েছে । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২০১৪ সালে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীরা ওসির থেকে অনেক সিসিটিভি নিয়ে নেয় । সমাজ বিরোধীদের বিচরণ ক্ষেত্র ওটা । অবাধে ওখানে ঘোরাফেরা করে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু না করলে বা রাজ্যকে না ডাকলে কিছু করার নেই । রাজ্য কিছু করতে পারবে না ।

error: Content is protected !!