
ভোট পরবর্তী হিংসা মামলায় ১৩ জন অভিযুক্তের জামিন খারিজ কলকাতা হাইকোর্টে
ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ১৩ জনের জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক আজ এই নির্দেশ দিয়েছেন ৷ দক্ষিণ ২৪ পরগনার একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই ১৩ জন । তাঁরা জামিনের আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ বিচারপতি বলেছেন, সিবিআই এই মামলায় এখনও তদন্ত চালাচ্ছে । এখনই অভিযুক্তদের জামিন দিলে মামলার ক্ষতি হতে পারে । তাছাড়া তাঁরা যে অপরাধ করেননি, এমন প্রমাণ তাঁদের কাছে নেই । প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্ত করছে সিবিআই । একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় । সেই মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে । সিবিআই ওই ১৩ জনকে নানা অভিযোগে গ্রেফতার করলেও নিম্ন আদালতে জামিন পেয়ে যান তাঁরা ।