বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির ওপরে স্থগিতাদেশ হাইকোর্টের
গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আগামী ৫ অগাস্ট প্রতিটি ব্লক স্তরে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৫ অগাস্ট কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না। সোমবার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সাধারণ মানুষের সমস্যা হয়, এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না। স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের।৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক মামলায় রাজ্যের উপর বেজায় ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এদিন বলেন, ‘২১ জুলাই সভার জন্য কোর্টে কোনও কাজ হয়নি। ১১.৩০ এর মধ্যে কোর্ট রুম ফাঁকা হয়ে যায়। আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই। রাজনীতি করুন। আপনি জিতুন, অন্যরা হারুক।আপনি হারুন, অন্যরা জিতুক। কিন্তু তার জন্য সাধারন মানুষ কেন ভুগবে?’ এখানেই শেষ নয়,প্রধান বিচারপতি বলেন, ‘কেউ যদি এই ধরনের মন্তব্য করে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে। তাহলে প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না?’ প্রশ্ন প্রধান বিচারপতির।