রামনবমীর মামলার রাজ্য সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের
রামনবমী মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। রামনবমী হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশকে খারিজের আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের রাজ্য সরকারের। রামনবমী মামলায় রাজ্যের বিকুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। রামনবমী নিয়ে এই মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তার পর শীর্ষ আদালতের নির্দেশ পক্ষে না গেলে নতুন মামলা করছেন। এটা হতে পারে না।