কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের বেআইনি পানশালা বিতর্কে কংগ্রেসকে ট্যুইট মোছার নির্দেশ দিল আদালত

গোয়ায় বেআইনি পানশালা চালান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে! কংগ্রেসের এই অভিযোগকে ভুল প্রমাণিত করল আদালত। ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেসের তিন নেতাকে আজ তাঁদের টুইট, ভিডিও এবং রিট্যুইটগুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি টাকার মানহানির মামলায় জয়রাম রমেশ, পবন খেরা এবং নেট্টা ডিসুজাকে ১৮ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট জানিয়েছে যদি কংগ্রেস নেতারা ট্যুইটগুলি না মুছে দেন তবে ট্যুইটারকেই এই কাজটি করতে হবে। বিচারক জানিয়েছেন, ট্যুইটের মাধ্যমে “স্মৃতি ইরানির সুনামে গুরুতর আঘাত করা হয়েছে।” বিচারপতি মিনি পুষ্কর্ণ বলেন, “প্রাথমিক দৃষ্টিতে আমার মনে হয়েছে প্রকৃত ঘটনা যাচাই না করেই বাদীর বিরুদ্ধে অপবাদের অভিযোগ আনা হয়েছে।” জয়রাম রমেশ এক ট্যুইট বার্তায় আদালতের এই সমনের কথা নিশ্চিত করেছেন। “দিল্লি হাইকোর্ট আমাদেরকে স্মৃতি ইরানির দায়ের করা মামলার আনুষ্ঠানিক জবাব দেওয়ার জন্য নোটিশ জারি করেছে। আমরা আদালতের সামনে তথ্য উপস্থাপনের জন্য উন্মুখ। আমরা শ্রীমতি ইরানিকে চ্যালেঞ্জ করব এবং মিথ্যা প্রমাণ করব,” ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ।

error: Content is protected !!