
উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নকল রুখতে মেটাল-ডিটেক্টর, সিসিটিভি সহ একাধিক পদক্ষেপ
আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রে খবর, এ বছর উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছরে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার। রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছেন না এমন পড়ুয়ার সংখ্যা ৫৫ হাজারেরও বেশি। নকল রুখতে এবার একাধিক পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে কোনওরকম মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। চেকিংয়ের পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক, তাই তৎপর কলকাতা পুলিশও। পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকছেই। বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ১০০ ডায়াল করেও যে কোনওরকম সমস্যায় সাহায্য পাবেন পরীক্ষার্থীরা। এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। এর মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র ১৩৬টি। এই কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছে সংসদ। নজরদারিতে এবার ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরাও। প্রবেশদ্বারে ও প্রশ্নপত্র যেখানে থাকবে সেখানে সিসি ক্যামেরা রাখতেই হবে। প্রশ্নপত্রে ডিজিটালি সিরিয়াল নম্বরে থাকবে। সিরিয়াল নম্বরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর উত্তরপত্রের মাথার নির্দিষ্ট জায়গায় লিখতেই হবে। প্রশ্নপত্রের ছবি তুলে যাতে কপি না করা যায় তার জন্যও বিশেষ সুরক্ষা থাকবে।