উত্তরখণ্ডের জেলেতেই এইচআইভি আক্রান্ত এক মহিলা সহ ৪৪জন বন্দি

উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলে এইচআইভি এডস বিস্ফোরণ। একসঙ্গে ৪৪ জন বন্দি এইচআইভি পজিটিভ । সংক্রমিতদের মধ্যে মহিলা বন্দিও রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলের মধ্যে একসঙ্গে এতজন বন্দি এডসে কীকরে আক্রান্ত হল, ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

error: Content is protected !!