
দোল-হোলির জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল
আগামী সপ্তাহে দোলযাত্রা ও হোলি। এবারের হোলি উৎসবে গতবারের থেকেও প্রায় দু’গুণ বেশি ‘স্পেশাল ট্রেন’ চালাবে রেলমন্ত্রক। ইতিমধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। কিন্তু উৎসবের আবহে রেলের মাথাব্যথার অন্যতম প্রধান কারণ যাত্রীদের মাত্রাতিরিক্ত ভিড়। আর এক্ষেত্রে কুম্ভের অভিজ্ঞতায় একপ্রকার সিঁদুরে মেঘ দেখছে রেলমন্ত্রক। কারণ গত ১৫ ফেব্রুয়ারি নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে যে ১৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের অধিকাংশই প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের যাত্রী ছিলেন। বুধবার সরকারি সূত্রে জানানো হয়েছে, হোলির ভিড় সামাল দিতে নিউ দিল্লি স্টেশন নিয়ে বাড়তি সতর্ক থাকার জন্য ইতিমধ্যেই নর্দার্ন রেলকে নির্দেশ দিয়েছে রেল বোর্ড। এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে। সামগ্রিক বিষয়টিকে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। রেল বোর্ডের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, গতবার হোলি এবং দোলযাত্রায় সারা দেশে মোট ৬০৪টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবার সেই সংখ্যাটি বাড়িয়ে অন্তত ৯২৪টি স্পেশাল ট্রেন করা হবে। সবচেয়ে বেশি হোলি স্পেশাল ট্রেন চলবে নর্দার্ন রেলের আওতাতেই। ২৭৬টি। পরবর্তী ক্ষেত্রে রেল যাত্রীদের ভিড় খতিয়ে দেখে এই স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কারণ দোল ও হোলিতে বাংলা, বিহার সহ উত্তর ভারতের বহু মানুষ ছুটি নিয়ে ঘরমুখো হন। তাই রেল যাত্রীদের ভিড়ের চাপও থাকে প্রচুর। যদিও রেলভবনের অন্দরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কুম্ভের সময়ও শ’য়ে শ’য়ে স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। কিন্তু যাত্রীরা যেখান থেকে ট্রেনে উঠবেন, সেই স্টেশনেই ভিড় সামাল দেওয়া যায়নি। রেলমন্ত্রক সূত্রের খবর, চলতি সপ্তাহেই নর্দার্ন রেল সহ সবক’টি জোনের কর্মী-আধিকারিকদেরই ভিড় সামাল দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে।