বালিতে বেপরোয়া গাড়ির ধাক্কায় গৃহবধূর মৃত্যু

সাতসকালে বেপরোয়া গাড়ি ধাক্কায় গৃহবধূর মৃত্যু। জানা গিয়েছে মৃতার নাম, সুপ্রিয়া সাহা। ঘটনাটি ঘটেছে, বালির সাঁপুইপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে স্বামীর সঙ্গে টোটোতে করে নিজের নয় বছরের মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন ওই মহিলা। এমন সময় একটি গাড়ি পিছন দিক থেকে টোটোটিতে ধাক্কা মারে।  প্রথমে টোটো থেকে ছিটকে পড়ে যান ওই মহিলা। এরপর তাঁকে পিষে দিয়ে চলে যায় ঘাতক গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর। অল্পের জন্য প্রাণে বাঁচেন মৃতার স্বামী ও মেয়ে। ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

error: Content is protected !!