গঙ্গার তলা দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথমবার ছুটল মেট্রো

দেশে প্রথমবার কোনও নদীর নীচ দিয়ে সুড়ঙ্গপথে গড়াল মেট্রোর চাকা। আজ, বুধবার প্রথমবার পরীক্ষামূলকভাবে গঙ্গার ৩২ মিটার নীচের সুড়ঙ্গপথ দিয়ে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর রেক। পরীক্ষামূলকভাবে দ্বিতীয় মেট্রোরেলের রেকটিও নিয়ে যাওয়া হবে এদিনই। গঙ্গার তলা দিয়ে যে সুড়ঙ্গ তৈরি হয়েছে সেই লাইন দিয়েই প্রথম ট্রেনের চাকা গড়াল। এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রোর ট্রায়াল রানের জন্য হাওড়া ময়দানেই রাখা থাকবে দুটি ট্রেন।  কবে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা? সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।

error: Content is protected !!