পিছিয়ে যেতে পারে উচ্চমাধ্যমিক, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বদলে যেতে পারে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। উপনির্বাচনের জন্য পরিবর্তন হতে পারে পরীক্ষার সময়সূচিতে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, দুই কেন্দ্রের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদি নির্বাচন পিছনো সম্ভব না হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। আগামী ২ এপ্রিল থেকে র‍াজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর ১২ এপ্রিল রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর ১১ এবং ১৩ এপ্রিল রয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। তাই নির্বাচন কমিশনকে ভোট পিছনোর আর্জি জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু কমিশন সূত্রে খবর, ওই দিন আরও কয়েকটি রাজ্যে ভোট রয়েছে। তাই দুই কেন্দ্রের উপনির্বাচন পিছনো সম্ভব হবে না। তাই পরীক্ষা হওয়া নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন।

error: Content is protected !!