ইউক্রেনে আটকে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে কন্ট্রোল রুম চালু হতেই শতাধিক ফোন নবান্নে

ইউক্রেনে আটকে পড়া বাঙালির পাশে দাঁড়াতে উদ্যোগ নিল রাজ্য। নবান্নে খোলা হল বিশেষ কন্ট্রোল রুম। শুক্রবার সকালে কন্ট্রোল রুমের নম্বরে ছড়িয়ে পড়তেই শতাধিক ফোন আসে নবান্নে। যাঁরা ফোন করেছিলেন, তাঁদের অধিকাংশই পড়ুয়া। তাঁদের নাম, ইউক্রেনে তাঁরা কোথায় রয়েছেন সেই সব তথ্যই নথিভুক্ত করা হয়েছে। সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের কাছে। ১০৭০ অথবা ২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাচ্ছে নবান্নের বিশেষ কন্ট্রোল রুমে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এক আইএএস অফিসারের নেতৃত্বে চলছে এই কন্ট্রোল রুম।

error: Content is protected !!