
অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা
অনশন প্রত্যাহার করলেন অনশনকারীরা। এসএসসির অফিসের কাছে এই অনশন চলছিল। যোগ্যদের তালিকা প্রকাশ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন অবস্থান করেন। রবিবার তাঁরা আচমকাই অনশন প্রত্যাহারের ঘোষণা করেন। পরে আবার জানান, অনশন আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার চার দিনের মাথায় অনশন প্রত্যাহার করেন তাঁরা। পরবর্তীতে আবার অনশনে বসব। এদিন অনশন প্রত্যাহারের ঘোষণায় প্রতাপকুমার সাহা জানান, এখন দাপাদাপি করছে বিশেষ রাজনৈতিক দলের বাইক বাহিনী। পুলিসের অব্যবস্থা চরম। পরবর্তীতে বৃহত্তম আন্দোলনে নামব। আপাতত অনশন স্থগিত রাখছি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়।এক আন্দোলনকারী জানান, অনশনকারী -শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সময় আমার নাম তালিকায় ছিল। তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুমন থাকলে আলোচনা করবেন না। এমনকি শিক্ষামন্ত্রী পুলিশকে বলেন যে আমরা যেন কোনওভাবেই অবস্থানে বসতে না পারে। কোনও সাহায্য যেন না করা হয়। কাল আমি পেটে ব্যথা অনুভব করলে পুলিশকে জানালে কোনও সাহায্য করেনি। পরে হাসপাতালে আমরা যায়। আমার চিকিৎসা হয়। তৃণমূলের গুণ্ডা বাহিনী আমাদের উপর নজর রাখছে। জেলায় গিয়ে তাঁরা জেলাভিত্তিক আন্দোলন করবেন ও নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অনশন প্রত্যাহার। বুধবার রাত থেকে তাঁদের অনশন চলছিল। দ্রুত যোগ্যদের তালিকা, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেন আন্দোলনকারীরা।