নাগপুরের বিজেপি নেত্রী খুনের ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ

নাগপুরের বিজেপি নেত্রী খুনের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। নাগপুরের বিজেপি নেত্রী সানা খান দশ দিন আগে নিখোঁজ হয়ে যান। পুলিশ খোঁজ শুরু করে। অবশেষে শুক্রবার স্ত্রীকে খুনের অভিযোগে মধ্যপ্রদেশের জবলপুর থেকে সানার স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অমিত। খুনে যুক্ত থাকার অভিযোগে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের পর স্ত্রীর দেহ নদীতে ফেলে দিয়েছিল অমিত। দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, নাগপুর বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য ছিলেন সানা। স্বামীর সঙ্গে দেখা করতে জবলপুর গিয়েছিলেন সানা। কিন্তু ১ আগস্টের পর আর তাঁকে ফোনে পাওয়া যায়নি। এরপরই সানার মা মেয়ের খোঁজ শুরু করেন। পুলিশের দ্বারস্থ হন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সানার স্বামী সহ দু’‌জনকে। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। 

error: Content is protected !!