শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও

রবিবার শব্দের চেয়ে দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল ডিআরডিও। দেড় হাজার কিলোমিটার দূরত্বও অনায়াসে অতিক্রম করে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। ওড়িশার উপকূল থেকে তারই সফল উৎক্ষেপণ হল। পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এক নয়া ‘ব্রহ্মাস্ত্র’। মনে করা হচ্ছে, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে কয়েক দিনের মধ্যেই শোভা পাবে নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি। হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম। নামে হাইপারসনিক হলেও এই অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হামলার অনন্য ক্ষমতা। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটি একাধিক ডোমেনে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতুন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে।

https://twitter.com/rajnathsingh/status/1857980534011605222
error: Content is protected !!