
অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার
এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেহালায় দলীয় সভায় হুঙ্কার সুরে তিনি বলেন, ‘এনআরসি আটকে দিয়েছি। অভিন্ন দেওয়ানি বিধিও আটকে দেব। বিজেপির দেশভাগের ষড়যন্ত্র সফল করতে দেব না।’ দিন সভার শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে উচ্চগ্রামে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। মোদি জমানায় বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে ইডি, সিবিআই ও আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে মমতা বলেন, ‘বিরোধী রাজ্যগুলিকে শায়েস্তা করতে ইডি, সিবিআইকে লেলিয়ে দিচ্ছে। আজও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডেকেছিল ইডি। উনি হাজিরা দেননি। আমায় ফোন করেছিলেন হেমন্ত সোরেন। আমি তাঁকে বলেছি, যাবেন না। চুপ করে বসে থাকুন।’ এ প্রসঙ্গেই মহারাষ্ট্রে এনসিপি নেতা অজিত পওয়ারের ডিগবাজির প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘কয়েকদিন আগে বাড়িতে সিবিআই পাঠিয়েছিল। ভয়ে ডিগবাজি খেয়ে সরকারে যোগ দিয়েছেন, উপমুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। বিজেপি এখন ওয়াশিং মেশিন হয়ে গিয়েছি। বিজেপি করলেই সব সাদা। আর অন্য দলে গেলেই কাঁদা।’ মোদি সরকারকে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া বানিয়েছে বলে অভিযোগ করে মমতা বলেন, ‘এমন সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে যারা দেশের সব কিছু বেঁচে দিচ্ছে। রেল থেকে বিমানবন্দর-কিছু বাদ দিচ্ছে না। প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডের কোনও হিসেব নেই। রাফাল থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে হাজার-হাজার কোটি টাকা কাটমানি খাচ্ছে। দুর্নীতিগ্রস্ত একটা সরকার, একটা দল অন্যদের দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছে। এ যেন চালুনি বলছে, সূঁচ তোর পিছনে ফুটো।’