
বাংলায় একা লড়বে তৃণমূল, দেশে ‘ইন্ডিয়া’, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কর্মিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সারা দেশে I.N.D.I.A। তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। বাংলায় লড়বে তৃণমূল আর দেশে লড়াই করবে ইন্ডিয়া। দেগঙ্গার কর্মিসভা থেকেই চ্যালেঞ্জ মমতাবন্দ্যোপাধ্যায়ের। জোটের সওয়ালে শান দিয়েও বামজমানাকে খোঁচা তৃণমূল সুপ্রিমো।বৃহস্পতিবার চাকলার কর্মী সম্মেলনের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ধর্মকে হাতিয়ার করে ভোট করে বিজেপি। আর ভোট হয়ে গেলে শোষণ। অত্যাচার। এটা ধর্ম নয়। এখানেই শেষ নয়, এদিন নেত্রীর তোপের মুখে পড়ে বিজেপিও। তিনি বলেন, সবচেয়ে বড় চোর বিজেপি। ডাকাত একেবারে। বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপির ক’টা নেতা-মন্ত্রী জেলে আছে? বিজেপির নেতারা বলছে আরও গ্রেফতার বাড়াতে হবে। তা না হলে ভোট করা যাবে না। বৃহস্পতিবার, চাকলায় লোকনাথ ধামে গিয়ে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, একতাই বাংলার শক্তি। বাংলার মতো একতা কোথাও নেই, যে যার মতো করে ধর্ম পালন করে। নাম না করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, ধর্ম নিয়ে ভোটের সময় রাজনীতি করব। আর সারা বছর ধর্মের নামে অত্যাচার হয়। বাংলায় শান্তি আছে। দুর্গাপুজো-বড়দিন-ইদ সব একসঙ্গে পালিত হয়। ধর্ম মানে সকলকে কাছে টেনে নেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেকে ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করেন, আর সারা বছর অত্যাচার করেন। আমরা সেটা করি না। আমাদের কাছে ধর্ম মানে ভালবাসা। মায়ের শাড়ির আঁচলের মতো। মা যেভাবে শাড়ির আঁচল দিয়ে আগলে রাখেন, যত্ন নেন, আমরাও সেভাবে এই বাংলায় পরস্পর পরস্পরকে আঁকড়ে রেখেছি। একতাই বাংলার শক্তি। প্রসঙ্গত, এদিন দেগঙ্গার কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা হচ্ছে নতুন কোর কমিটি। এতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম-সহ বেশ কয়েকজন।