
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘুমন্ত অবস্থায় বায়ুসেনার চিফ ইঞ্জিনিয়রকে গুলি করে খুন
বায়ুসেনার কলোনির কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে বন্দুকবাজের হামলা ৷ ঘুমন্ত অবস্থায় বায়ুসেনার প্রধান ইঞ্জিনিয়রকে বাড়ির জানালা দিয়ে গুলি করে হত্যা ! শনিবার রাত ৩টে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বামরাউলি বায়ুসেনা কলোনিতে ৷ মৃতের নাম সত্যেন্দ্রনাথ মিশ্র (৫০) ৷ পুলিশ সূত্রে খবর, বিহারের রোহতাসের বাসিন্দা ছিলেন সত্যেন্দ্রনাথ মিশ্র ৷ কর্মসূত্রে প্রয়াগরাজের বায়ুসেনার কলোনিতেই থাকতেন তিনি ৷ এদিন ঘুমোচ্ছিলেন তিনি ৷ রাতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঘরের জানলা দিয়ে গুলি চালায় ৷ আওয়াজ পেয়ে ছুটে আসেন পরিবারের বাকিরা ৷ সঙ্গে সঙ্গে তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃত ইঞ্জিনিয়রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ জানা গিয়েছে, তাঁর বুকে গুলি করা হয়েছে ৷ ডেপুটি কমিশনার অভিষেক ভারতি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তের জন্য ঘটনাস্থলে ফরেন্সিক দল ও ডগ স্কোয়াডকেও ডেকে পাঠানো হয় ৷ ডিসিপি আরও জানান, সিসি ক্য়ামেরা দেখে জানা গিয়েছে কলোনির পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে আঁততায়ী ৷ মৃত ইঞ্জিনিয়রের পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে ৷