বন্যাত্রাণ দিতে গিয়ে জলে পড়ে গেল বায়ুসেনার চপার
পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় দুর্ঘটনা এড়াল বায়ুসেনার চপার ৷ বিহারের মুজফফরপুরে আজ বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে । জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জলে পড়ে যায় চপারটি । যদিও পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় দুর্ঘটনা হয়নি ৷ চপারের সমস্ত কর্মীরাই নিরাপদে আছেন । বন্যায় বিধ্বস্ত বিহার ৷ রাজ্যের একাধিক জেলা জলের তলায় ৷ উদ্ধারকার্যে নেমেছে বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ ৷ ওই উদ্ধারকার্যেই গিয়েছিল বায়ুসেনার চপারটি ৷ জলের কাছাকাছি নেমে ত্রাণ বিলি করার সময় চপারটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় । পাইলট ও অন্যান্য বায়ুসেনা কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য এসকেএমসিএইচে নিয়ে যাওয়া হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব প্রত্যয় অমৃত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন । খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছে । এদিন ওই উদ্ধার কাজ করার সময়ই হেলিকপ্টারটির ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ ফলে জলের মধ্যে পড়ে যায় হেলিকপ্টারটি । স্থানীয় ডুবুরি ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । পাইলট ও চপারে থাকা বায়ুসেনার অন্যান্য সদস্যরা বর্তমানে স্বাভাবিক রয়েছেন ৷