লাদাখে আটকে পড়া এক ইজরায়েলিকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনার
লাদাখে আটকে পড়া এক ইজরায়েলিকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান চালাল ভারতীয় বায়ুসেনা৷ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ইজরায়েলের বাসিন্দা আতার কাহানাকে ৷ সমুদ্রস্তর থেকে ১৬,৮০০ ফিট উচ্চতায় গোংমারুলা পাসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷ প্রতিরক্ষা দফতরের পিআরও জানিয়েছেন, “১১৪ হেলিকপ্টার ইউনিটের উইং কম্যান্ডার আশিস কাপুর, লেফটেন্যান্ট রিদম মেহরা, স্কোয়াড্রন লিচাপ নেহা সিং, স্কোয়াড্রন লিডার আজিঙ্কা খেরের নেতৃত্বে চলে উদ্ধার অভিযান ৷ দুটি চপারে চলে উদ্ধারকাজ ৷ সবচেয়ে কম পথ অতিক্রম করে ওই উচ্চতায় পৌঁছে যায় চপার দুটি ৷ এরপর দুর্গত ইজরায়েলির অবস্থান ট্র্যাক করে তাঁর কাছে পৌঁছে যায় বায়ুসেনা ৷ , শর্ট রুট ধরে কেসভ্যাক চপার ২০ মিনিটে পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ ১৬৮০০ ফিট উচ্চতায় গোংমারু লা পাসে দুর্গতের কাছে পৌঁছে যায় চপার দুটি ৷ নাম্বার ওয়ান ক্রু রেকি করে পাসে অবতরণ করেন ৷ দুর্গম আবহাওয়ার মধ্যে দিয়ে তাঁর সহকারী নাম্বার টু দুর্গতকে ঘটনাস্থল থেকে তুলে আনে ৷”