ইউপিএসসি চেয়ারপর্সন হচ্ছে আইএএস প্রীতি সুদান

আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে বিতর্কের মাঝে ইউপিএসসি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন মনোজ সোনি। এবার তাঁর জায়গায় ইউপিএসসি চেয়ারপর্সন করা হচ্ছে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদানকে। ১ অগস্ট থেকে তিনি ইউপিএসসি চেয়ারপার্সন পদে যোগ দেবেন। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব সামলেছিলেন। এদিকে এর আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদে থাকা মনোজ সোনির কার্যকালের মেয়াদের পাঁচ বছর বাকি ছিল। তবে তার আগেই তিনি পদত্যাগ করেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেন তিনি। যদিও তাঁর পদত্যাগ ঘিরে জোর জল্পনা চলেছে।