সিবিআই জেরার মুখে রামপুরহাট থানার আইসি

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মঙ্গলবার জেরার মুখে রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামাণিক। সকাল ১০ টা নাগাদ তিনি সিবিআইয়ের ক্যাম্পে প্রবেশ করেন। বগটুই কাণ্ডে সদর্থক ভূমিকা না পালন করায় আগেই আইসিকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার।

error: Content is protected !!