রামনবমীর অশান্তির ঘটনায় হাওড়া ও শিবপুরে আইসি বদল, ইসলামপুর কাণ্ডের জেরে সরলেন এসপি

হাওড়া এবং শিবপুরের দুই আইসি-কে বদলি করা হল সোমবার। একই সঙ্গে বদলি হয়েছেন ইসলামপুর পুলিশ জেলার সুপারও। গত মাসের শেষে এই ইসলামপুরেরই চোপড়ায় এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। একই সঙ্গে চলেছিল অশান্তিও। হাওড়ায় অশান্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সেই আবহেই বদলি হলেন তিন পুলিশ আধিকারিক। সন্ধ্যায় বদলি সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। তাঁকে বদলি করা হয়েছে ঝাড়গ্রামের কোর্ট ইনস্পেক্টর পদে। দীপঙ্করের জায়গায় আসছেন সন্দীপ পাখিরা। তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের আইবি বিভাগে ডেপুটেশনে ছিলেন। শিবপুর থানার আইসি ছিলেন অরূপকুমার রায়। তাঁকে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখায় ইনস্পেকটর হিসাবে কাজ করতে বলা হয়েছে। তাঁর জায়গায় শিবপুরের নতুন আইসি হয়েছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। তিনি আগে ঝাড়গ্রামের কোর্ট ইনস্পেক্টর ছিলেন। বোমা বিস্ফোরণের ঘটনায় সরানো হলো ইসলামপুর পুলিশ জেলার এসপি বিশপ সরকারকে। তাঁকে বদলি করে বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি পদে নিয়ে আসা হয়েছে।  তাঁর জায়গায় এলেন যশপ্রীত সিং। সম্প্রতি বারবার উত্তাল হয়েছে ইসলামপুর। খুন হয়েছিলেন এক সিভিক ভলেন্টিয়র। বোমাবাজির ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এক যুবক। সোমবার দুপুরে ইসলামপুরের বানিয়া গ্রামে ফের হয় বোমা বিস্ফোরণ। সফিজুল হক নামে এক যুবকের দু’টি হাত উড়ে যায়। অভিযোগ, একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। উদ্ধার হয়েছিল ১২টা তাজা বোমা সহ বোমা তৈরির একাধিক সরঞ্জাম। বোমা বিস্ফোরণের কিছুক্ষণ পরেই সরানো হল পুলিশ সুপারকে। প্রশাসন সূত্রে খবর, পুলিশকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এলাকায় শান্তি বজায় রাখতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। রাজ্যের স্পষ্ট বার্তা, কোনও রকম গাফিলতি বরদাস্ত নয়।