দেশে ৬-৮ সপ্তাহ লকডাউনের সুপারিশ আইসিএমআর প্রধানের

icmr-chief-says-india-needs-six-to-eight-week-lockdown-to-stop-corona-virus-spreadদেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য় করলেন দি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্য়াল রিসার্চের প্রধান ডাক্তার বলরাম ভার্গব। দেশে বাড়তে থাকা অতিমারি সামাল দিতে, বেশি সংক্রমিত জেলাগুলিতে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের সুপারিশ করলেন তিনি।   ভার্গব জানিয়েছেন, যে সমস্ত জেলাগুলিতে সংক্রমণের হার ১০ শতাংশের উপরে রয়েছে, সেইসমস্ত জেলায় লকডাউন মানতে হবে। করোনা মোকাবিলায় নিষেধাজ্ঞাগুলি অবিলম্বে কার্যকর করতে হবে। বর্তমানে ভারতের ১৮১৮টি জেলার তিন-চতুর্থাংশে ১০ শতাংশের উপর সংক্রমণ। নয়াদিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুর টেক হাবের মতো প্রধান শহরগুলিতেও ১০ শতাংশের উপরে সংক্রমণ। ভার্গব জানান, উচ্চ ইতিবাচক জেলাগুলিতে লকডাউন ততদিন রাখতে হবে, যতদিন না ১০ শতাংশ ইতিবাচক হার কমে ৫ শতাংশে আসে। তবেই আমরা করোনার শৃঙ্খল ভাঙতে পারব। স্পষ্টতই ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এটি ঘটবে না। রাজধানীটির কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের রাজধানী শহরে ইতিবাচক হার ৩৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু এখন তা প্রায় ১৭ শতাংশে নেমে এসেছে। তা সম্ভব হয়েছে লকডাউন করেই।